সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভের ঘোষণা
ই-বার্তা
প্রকাশিত: ১১ই মে ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:১৮
অপরাধ
ই-বার্তা রিপোর্টার।। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ড পাওয়া নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। আগামী রবিবার এই বিক্ষোভ কার্যকর হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ডাক দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
তাঁরা বলছেন, “জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র বর্তমান সরকার শুরু করেছে, তার অংশ হিসেবেই আল্লামা সাঈদীকে বন্দী করে রাখা হয়েছে”।
মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরে ইব্রাহিম কুট্টি ও বিসাবলী হত্যার দুই অভিযোগে ২০১৩ সালে সাঈদীর ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ প্রমাণ হয়। ২০১৪ সালে আপিল বিভাগ সাঈদীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়। জামায়াতের দাবি বিসাবলী নামক পিরোজপুরের জনৈক ব্যক্তিকে হত্যার যে অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে সে হত্যাকাণ্ডের সাথে তার কোন সম্পর্ক নেই। এই বিক্ষোভে দেশবাসীর সহযোগিতা চেয়েছে জামায়াত।
আপিল বিভাগের রায়ের পর জামায়াত নেতার ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং খালাস চেয়ে সাঈদীর আবেদনের ভিত্তিতে আগামী ১৪ মে শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ।