দেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ ডলার ঃ পরিকল্পনামন্ত্রী
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই মে ২০১৭, রবিবার
| দুপুর ১২:৩৮
রাজনীতি
ই-বার্তা।। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৬০২ ডলারে। মন্ত্রী বলেন, গত বছর মাথাপিছু আয় ছিল এক হাজার ৪শ ৬৫ ডলার।
মন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের ১০ মাসে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৪ শতাংশ। দেশে বিনিয়োগের হারও বেড়েছে বলে জানান মুস্তফা কামাল। চলতি অর্থবছরে তা দাঁড়িয়েছে জিডিপির ৩০ ভাগের কিছু বেশি।
আগামী অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।