সাঈদীর ফাঁসির আবেদন নাকচ করেছে আদালত


ই-বার্তা প্রকাশিত: ১৫ই মে ২০১৭, সোমবার  | সকাল ১১:৪৭ অপরাধ

ই-বার্তা প্রতিবেদক।। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আমৃত্যু কারাদণ্ডের সাজাই বহাল থাকছে সাঈদীর। সোমবার সকালে ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের এবং মুক্তি চেয়ে সাঈদীর আবেদনের রিভিউ আবেদন নিষ্পত্তির ফলে এই মামলা নিয়ে কোনো পক্ষের আর কোনো আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ থাকছে না।

প্রধান বিচারপতি এস কে সিনহাসহ পাঁচ সদস্যের আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের যুক্তি উপস্থাপন শেষে আপিল বিভাগ এই সিদ্ধান্ত জানিয়ে দেয়। আপিল বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন মো. আবদুল ওয়াহহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হুসেইন হায়দার। সাঈদীর পক্ষে মুক্তির আবেদন করেছিলেন আইনজীবী বিএনপির ভাইস চেয়্যারম্যান খন্দকার মাহবুব হোসেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। আপিল বিভাগ ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদন্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ