নারায়ণগঞ্জে রিপন হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন
ই-বার্তা
প্রকাশিত: ১৫ই মে ২০১৭, সোমবার
| দুপুর ০২:৪৪
অপরাধ
ই-বার্তা প্রতিবেদক।। নারায়ণগঞ্জে বালু ব্যবসায়ী রিপন হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তাঁরা হলেন শহীদ ও রাসেল। এদের মধ্যে শহীদ পলাতক রয়েছেন। সোমবার এই রায় ঘোষণা করেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার । যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুইজনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া ১১ আসামিকে খালাস দেয়া হয়।
নিহত রিপন মুক্তিযোদ্ধা মোজাফফর আলীর ছেলে। বিচারকালীন মামলার অপর আসামি সাধন মিয়া মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। মামলায় ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ জুন বালু ব্যবসায়ী রিপন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় বালু ভরাট করছিলেন। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে হত্যা করে। ঘটনায় পরদিন রিপনের বাবা মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা করেন। ২৩ জনের মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।