আর্থিক প্রতিবেদন দেয়ার সময় বাড়লো জীবন-বীমা কোম্পানির
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই মে ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:০৩
রাজধানী
ই-বার্তা প্রতিবেদক।। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ জীবন বিমা কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়ান হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ থেকে পিছিয়ে এর তারিখ ধার্য করা হয়েছে ৩০ জুন ২০১৭। কোম্পানিগুলো তাদের ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন ৩০ জুন ২০১৭ তারিখের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা এবং উভয় স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে পারবে।
কোম্পানিগুলো হল- ডেল্টা লাইফ, ফারইস্ট ইসলামি লাইফ, মেঘনা লাইফ, ন্যাশনাল লাইফ, পদ্মা ইসলামী লাইফ, পপুলার লাইফ, প্রগতি লাইফ, প্রাইম ইসলামি লাইফ, প্রগেসিভ লাইফ, রুপালী লাইফ, সন্ধানী লাইফ এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই সব প্রতিষ্ঠানেরই আর্থিক হিসাব বর্ষ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরের জন্য শুধুমাত্র ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকি প্রতিষ্ঠানগুলো এখনও তাদের লভ্যাংশ ঘোষণা করেনি।
আগের খবর রেইনট্রি হোটেল অতিথিশূণ্য