চলচ্চিত্র পরিচালক সমিতিকে সতর্ক করলেন চিত্রনায়ক বাপ্পারাজ


ই-বার্তা প্রকাশিত: ১৬ই মে ২০১৭, মঙ্গলবার  | রাত ০৯:৩৬ অন্যান্য




ই- বার্তা প্রতিবেদক।। চলচ্চিত্র পরিচালক সমিতিকে সতর্ক করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। মঙ্গলবার তিনি সমিতির উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে এ সকর্তবার্তা দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন ‘এখনই আমার সদস্যপদ বাতিল করুন। আর সদস্য হওয়ার সময় আমি যে ৫০,০০০ টাকা জমা দিয়েছিলাম, তা এখনই আমাকে ফেরৎ দেওয়া হউক।’

পরিচালক বাপ্পারাজকে চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সদস্যপদ বাতিলের নোটিশ পাঠানো হয়। নোটিশে দুঃখপ্রকাশ করার জন্য সাত দিনের সময় দিয়েছে অন্যথায় তার সদস্যপদ বাতিল করা হবে। এখানে আরও উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বাপ্পারাজ পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করেছেন। গত রোববার সমিতির মহাসচিব বদিউল আলমের স্বাক্ষর করা এই চিঠি বাপ্পারাজের গুলশানের বাসায় পাঠানো হয়। জানা গেছে, চিঠিটি গ্রহণ করেননি বাপ্পারাজ। উল্টো এই চিঠিতেই তিনি পরিচালক সমিতিকে তাদের এমন কর্মকাণ্ডের জন্য সতর্ক করেছেন।

গত এপ্রিল মাসে ‘কালের কণ্ঠ’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেন, ‘যদি ফিল্মের উন্নয়ন হয় কারও দ্বারা, সেটা পরিচালক সমিতির দ্বারা সম্ভব। পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে। বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেক দূর নিয়ে যেতে পারে। বুস্টিং, প্রমোটিং এগুলো সম্পূর্ণ তাদের এখতিয়ারে রয়েছে। অথচ তারা কোনো কাজ না করে একজন আরেকজনের পেছনে লাগছে। তারা কোনো কাজের কাজ করছে না।’

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ