১৯ মে শুরু হচ্ছে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ,
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৭:০৮
সংগীত
ই-বার্তা প্রতিবেদক।।
আগামী শুক্রবার চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ, সিজন-৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার প্রতিযোগিতার কার্যক্রম।
অডিশনের জন্য যারা চট্টগ্রাম বিভাগ থেকে রেজিস্ট্রেশন করেছেন ঐ দিন সকাল ৯টায় তাদেরকে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।এমনকি যারা অডিশনের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন করতে পারেননি তারা ঐ দিন রেজিস্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১৪ বছর এর উপরে ।এতে প্রধান বিচারক হিসেবে থাকছেন ভারতের সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।উপস্থাপনা করবেন আরজে ও মডেল মারিয়া নূর।
মিতালী মুখার্জী বলেন, সেরাকণ্ঠের বিচারক হিসেবে আমাকে নির্বাচিত করায় ও বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি।রিয়েলিটি শোটি পরিচালনা করবেন ক্ষুদে গানরাজের পরিচালক ইজাজ খান স্বপন।
পরবর্তী খবর মাসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমিহীনা’