চলে গেলেন না ফেরার দেশে তরুণ নির্মাতা রাসেল আহমেদ


ই-বার্তা প্রকাশিত: ১৭ই মে ২০১৭, বুধবার  | রাত ০৮:৩৭ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।।
গত ১৫ মে সন্ধ্যায় তরুণ নির্মাতা রাসেল আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাসেলকে রাজধানীর উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান। সেখানকার চিকিৎসকরা জানান, রাসেল আর নেই।

রাসেল আহমেদের ‘ফ্লাইওভার’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন।এরপর ‘কনফেশন’সহ বেশকিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেন তিনি। রাসেল ‘নৃ’ নামে একটি ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেটির ট্রেলারও প্রকাশ করেছিলেন তিনি। শুটিংয়ের কাজ শেষ করলেও ছবিটির মুক্তি দিয়ে যেতে পারলেন না এই তরুণ নির্মাতা। তার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

‘নৃ’ সিনেমারই চিত্রগ্রাহক শরীফ খৈয়াম আহমেদ ঈয়ন বলেন, সোমবার ছিল রাসেল ভাইয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর সেই দিনেই তিনি চলে গেলেন। আমাদের ‘নৃ’-কে নিয়ে অনেক পরিকল্পনা ও স্বপ্ন ছিলো। হঠাৎ সব স্বপ্ন মিশে গেল দূর অজানায়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ