ক্ষতিগ্রস্তদের দেখতে হাওড়ে প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ১৮ই মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ১২:০০ রাজনীতি

ই-বার্তা ।। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা স্বচক্ষে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার প্রত্যন্ত হাওর উপজেলা খালিয়াজুড়িতে পৌঁছেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে।

শেখ হাসিনা এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য দুস্থ জনগণের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। তিনি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। পরে তিনি আকস্মিক বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন।
বিকেলে শেখ হাসিনা ঢাকায় ফিরবেন।

টানা বৃষ্টিপাতের ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিস্তৃত এলাকা প্লাবিত এবং বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়। এতে হাজার হাজার কৃষকের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়ে।

বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ