ন্যাটো ত্যাগ করতে পারে ট্রাম্প
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই মে ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:১৪
আমেরিকা
ই-বার্তা ডেস্ক ।। দেশগুলো যদি তাদের আর্থিক প্রতিশ্রুতি না রাখে এবং সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে ভালো তৎপরতা না দেখায় তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ত্যাগ করতে পারেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার। তখন ন্যাটো নিয়ে শুধু তাদের বড় বড় কথা শোনার ধৈর্য থাকবে না ট্রাম্পের বলেও মন্তব্য করেন স্পাইসার।
আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। পাঁচ দেশ সফরের জন্য চলতি সপ্তাহে আমেরিকা ত্যাগ করবেন ট্রাম্প। এ সফরের সময়েই ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে আফগানিস্তানের যুদ্ধ এবং তাকফিরি সন্ত্রাসী দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের বিষয়ে আলাপ করবেন তিনি। পশ্চিমা সংবাদ মাধ্যমসহ অনেক মাধ্যমেই দায়েশকে আইএসআইএস, আইএসআইএল বা আইএস বলা হয়।
পরবর্তী খবর প্রথম বিদেশ সফরে ট্রাম্প