জাতীয় চার নেতাকে নিয়ে থিয়েটার সিক্রেট অব হিস্ট্রির
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই মে ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ০৯:৪১
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।।জেলের ভেতর জাতীয় চার নেতাকে নির্মম খুন ও পরবর্তীতে ক্যান্টনমেন্ট ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে নতুন প্রযোজনা সিক্রেট অব হিস্ট্রির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে।আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে বুনন থিয়েটার দল এ প্রদর্শনীর আয়োজন করেন।
সিক্রেট অব হিস্ট্রি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহাকারি অধ্যাপক আনন জামান ও নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।এ আয়োজনে সম্মান ও সংবর্ধনা জানানো হবে চার পুরোধা নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দীন ইউসুফকে।
নাটকটিতে অভিনয় করেছেন আনন জামান, আশরাফুল বিলাস, তুষার কান্তি দে রাজন, আবু ফাহিম, উচ্ছ্বল হাসান এবং আরও অনেকে।