বিএনপি কার্যালয়ে পুলিশের তল্লাশি


ই-বার্তা প্রকাশিত: ২০শে মে ২০১৭, শনিবার  | সকাল ১১:৩১ রাজনীতি

ই-বার্তা ।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ করেই তল্লাশি চালিয়েছে পুলিশ ।
শনিবার সকাল পৌনে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই তল্লাশি চালানো হয়।

আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

তবে কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি। এই কার্যালযে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো কোন কিছু হচ্ছে কি না তা জানতে তল্লাশি করেছি। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।

অভিযান শুরুর ঘণ্টা খানেক পর কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অভিযানকে ঘিরে বিএনপি কার্যালয়ের সামনে এবং আশপাশের রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অসন্মান করার জন্যই সরকারের নির্দেশে পুলিশ এ তল্লাশি চালিয়েছে।

বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে হঠাৎ করে গুলশান থানার অতিরিক্ত পুলিশ চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কয়েকজন ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি শুরু করে।

তল্লাশি চলাকালীন কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। সেখানে গণমাধ্যমকর্মীদেরও যেতে দেয়া হয়নি।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ