অনুমতি ছাড়া যোগদান অগ্রহণযোগ্য- ওবায়দুল কাদের
ই-বার্তা
প্রকাশিত: ২২শে মে ২০১৭, সোমবার
| দুপুর ০২:৫৩
রাজনীতি
ই-বার্তা প্রতিবেদক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “কেন্দ্রের অনুমতি ছাড়া দলে কোনো যোগদান স্বীকৃত হবে না। সাম্প্রদায়িক অপশক্তি যেন আওয়ামী লীগে যোগদান করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে”। সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ কথা জানান তিনি। এর ফলে বিতর্কিতদের দলে প্রবেশ ঠেকানো যাবে বলে আশা করছেন আওয়ামী লীগ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের বিভিন্ন এলাকাতে অন্য দল থেকে বিভিন্ন নেতাকর্মীদের ক্ষমতাসীন দলে যোগদানের ঘটনা ঘটছে। ২০১৪ সালে পুনরায় নির্বাচনের পর এই সংখ্যা আরও বেড়েছে। বিতর্কিতদের দলে নেয়ায় অনেক সংসদ সদস্যসহ কেন্দ্রীয় নেতাদেরকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন বছর আগে চার আওয়ামী লীগ কর্মী হত্যার প্রধান আসামিকে দলে টানেন স্থানীয় সংসদ সদস্য। সম্প্রতি এই আসামির ফাঁসির আদেশ হওয়ার পর বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হয় আওয়ামী লীগ মহলে। গত শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভার বৈঠকে এই বিষয় নিয়ে নেতাদেরকে সাবধান করেন সভাপতি শেখ হাসিনা।