দুর্নীতির মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) কারাগারে
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:২৯
চট্টগ্রাম
ই-বার্তা ।। অর্থ আত্মসাতের মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ৪৬ কোটি টাকা দুর্নীতির মামলায় আজ সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচার তাওফীক আজিজ তা নামঞ্জুর করে রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োজিত সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবদুর রহিম জানান, ২০১৪ সালের ৭ ডিসেম্বর কক্সবাজারের তৎকালীন ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৪৬ কোটি টাকা দুর্নীতির মামলা করেন।
পরবর্তী সময়ে মামলার চূড়ান্ত অভিযোগপত্রে ৩৬ জনের নাম আসে। মামলায় ডিসি রুহুল আমিনকে ২৬ নম্বর আসামি করা হয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে একই মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফরসহ আরো তিন সরকারি কর্মকর্তাকে আটক করে দুদক।
আগের খবর অটোরিকশার চাপায় মুক্তিযোদ্ধা নিহত
পরবর্তী খবর কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফোরণে শিশু আহত