অগ্রণী ব্যাংকের নিয়োগের সব পরিক্ষা বাতিল হচ্ছে
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৫৪
অন্যান্য
ই-বার্তা ।। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অগ্রণী ব্যাংকের নিয়োগের প্রাথমিক বাছাইয়ের (প্রিলিমিনারী) সকালের শিফটের পরীক্ষা বাতিল করার বিষয়ে আলোচনা চলছে।
মঙ্গলবার এই নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে।
এখন সকাল ও বিকেলের দুটো পরীক্ষাই একসঙ্গে নেয়ার চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। খুব শীঘ্রই এ পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। এ কারণে কর্তৃপক্ষ বিকেল শিফটের পরীক্ষা স্থগিত করে।
তখন সকালের পরীক্ষা বাতিলের দাবি উঠলেও এই পরীক্ষা নিয়ে সিদ্ধান্তে আসেনি কর্তৃপক্ষ। বলা হয় যে, সকালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে ধরা হবে। কিন্তু শিক্ষার্থীরা সকালের শিফটের পরীক্ষা বাতিলের দাবি জানান।
পরবর্তী খবর লোডশেডিং চলবে আরোও ৪ দিন