চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল মারা গেছেন
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ০৯:৪২
সিনেমা
ই-বার্তা প্রতিবেদক।।জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল আর নেই।২৫ মে রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী সুচিত্রা আচার্য, ছেলে চয়ন আচার্য ও কন্যা স্মৃতি আচার্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পিএ কাজল।
প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের সহকারি পরিচালক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ১৯৯৮ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাব্বাশ বাঙালি’ পরিচালনা করেন।
‘এক টাকার বউ, আমার প্রাণের স্বামী, স্বামী-স্ত্রীর ওয়াদা, পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ, মুক্তি, গণ দুশমন, ভণ্ড ওঝা, ভালোবাসা আজকাল’প্রভৃতি ছবিগুলো নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন তিনি।
সর্বশেষ ‘চোখের দেখা’ সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সাইমন সাদিক ও অহনা।
আগের খবর বাবা হলেন চিত্রনায়ক নিরব
পরবর্তী খবর মুক্তি পেল ‘নবাব’ ছবির ট্রেলার