কুম্বলেকে সরিয়ে নতুন কোচের সন্ধানে বিসিসিআই


ই-বার্তা প্রকাশিত: ২৬শে মে ২০১৭, শুক্রবার  | সকাল ১১:৩২ ক্রিকেট

ই-বার্তা।। অনিল কুম্বলের কাজে খুশি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( বিসিসিআই)। তাই কুম্বলেকে সরিয়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে অন্য কাউকে আনতে চাইছে বিসিসিআই। ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ পদের জন্য সিভি চেয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে বিসিসিআই।

তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিল কুম্বলে এই পদের জন্য আরও একবার সিভি পাঠাতে পারেন। সেক্ষেত্রেও আগের বারের মতই তিন সদস্য বিশিষ্ট ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে পাস করেই অনিল কুম্বলেকে এই পদে চাকরি করতে হবে।

পারফর্ম্যান্স ভাল হওয়া সত্বেও কেন অনিলের ওপর অসন্তুষ্ট হল বোর্ড। বিসিসিআইয়ের কাছে এ-গ্রেডের ভারতীয় ক্রিকেটারদের ১৫০% বেতন বৃদ্ধির জন্য আর্জি করেছেন অনিল। শুধু তাই নয়, নিজের চাকরির জন্য বার্ষিক ৭.৫ কোটি টাকাও দাবি করেছেন তিনি। এই কারণেই কোচ বদলের চিন্তা ভাবনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনই মনে করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ