যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণে নিহত ৮ হামলাকারী আটক


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | বিকাল ০৪:২৭ আমেরিকা

ই-বার্তা ডেস্ক ।। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তিনটি আলাদা বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় পুলিশের একজন ডেপুটিসহ আট ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩৫ বছর বয়সি এক যুবককে আটক করেছে।

মিসিসিপি পুলিশের তদন্ত বিভাগের একজন মুখপাত্র বলেছেন, গ্রাম্য এলাকার যে বাড়িগুলোতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে পুলিশ সেগুলো তদন্ত করে দেখছে। এখনই গুলিবর্ষণের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান।
গুলিবর্ষণের শিকার একটি বাড়ি থেকে তিন নারী এবং লিংকন কাউন্টির পুলিশের একজন ডেপুটির লাশ উদ্ধার করা হয়েছে। অন্য দুই বাড়িতে পাওয়া গেছে দুই বালক, এক পুরুষ ও এক নারীর মৃতদেহ।
পুলিশ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

আটক যুবক গ্রেফতার হওয়ার আগে এক কিশোরকে পণবন্দি হিসেবে আটক করেছিল কিন্তু পরে তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয় সে। আটক যুবককে গুলি করার পর গ্রেফতার করা হয়। তবে পুলিশ তার জখমের অবস্থা সম্পর্কে কিছু জানায়নি।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ