কৃষকলীগ নেতা হত্যা মামলায় ফাঁসি ১ যাবজ্জীবন ২
ই-বার্তা
প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার
| বিকাল ০৫:৫১
বরিশাল
ই-বার্তা।।বরিশালের বাবুগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় কৃষকলীগ নেতা ও মাদকবিরোধী কমিটির নেতা শামসুল আলম মৃধাকে হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। পাশাপাশি দণ্ডিত তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ প্রথম আদালতের বিচারক সুদীপ্ত দাস আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাশ প্যাদা বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাজগুরু গ্রামের সেলিাম প্যাদার ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মরিয়ম বেগম দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের আ. হালিম মিয়ার স্ত্রী এবং অপরজন একই উপজেলার রাজগুরু গ্রামের জয়নাল আবেদিন।
আদালত সূত্রে জানা যায়, মাদক বিক্রিতে নিষেধ করায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সুগন্ধা নদীর তীরে বসে শামসুল আলম মৃধাকে ১৬ মার্চ ২০১৩ সালের দুপুরে ইট দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে পলাশ প্যাদা, মরিয়ম বেগম ও জয়নাল আবেদীন। ঘটনাস্থলেই শামসুল আলম নিহত হলে আসামিরা পালাবার চেষ্টা করলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে পলাশকে আটক করে।
হত্যার পরের দিন নিহতের স্ত্রী মনোয়ারা বেগম থানায় একটি হত্যা মামলা করেন।
সিআইডির এসআই রেজাউল হক ওই বছরের ১৬ নভেম্বর আদালতে তিন জনতে অভিযুক্ত করে অভিযোগপত্র প্রদান করেন।
আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করে।