হলিউড সিনেমা বেশি হচ্ছে উপন্যাস থেকে


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৭:২৮ অন্যান্য

বিনোদন ডেস্ক ।। দিন দিন দেখা যাচ্ছে হলিউডের ছবিগুলোর গল্প বই কেন্দ্রিক হচ্ছে। কান চলচ্চিত্র উৎসব তার বড় প্রমাণ বই থেকে ছবি নির্মাণ করা হচ্ছে।

কান চলচ্চিত্র উৎসবের ‘পালমে ডি’অর’ সেরা পুরস্কারের জন্য যে ছয়টি ছবি নির্বাচিত হয়েছে। তার সবগুলোই বই থেকে নেয়া। বইয়ের গল্পের এত জনপ্রিয়তার কারণে চলচ্চিত্র নির্মাতারা বই প্রকাশের অপেক্ষা না করে আগেই সত্ত্ব কিনে নিচ্ছেন।

সিনেমা তৈরি ইতিহাসের শুরু থেকে অনেক বই থেকে বিখ্যাত সব ছবি তৈরি হয়ে আসছে।দেখে মনে হচ্ছে প্রযোজক এবং পরিচালক ভাল চিত্রনাট্যকারের অভাবে ভুগছেন।

যার ফলে তারা বইয়ের দোকানগুলোর ওপরে হামলে পরছেন। থ্রিলার, কমিক, শিশুতোষ কোন বই-ই বাদ যাচ্ছে না ছবি নির্মাণ থেকে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ