ইমরান এইচ সরকারের প্রতিকৃতি দাহ


ই-বার্তা প্রকাশিত: ৩১শে মে ২০১৭, বুধবার  | সকাল ১১:৩৭ রাজনীতি

ই-বার্তা।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করায় গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের প্রতিকৃতি দাহ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা। পাশাপাশি ক্যাম্পাসে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাত পৌনে এগারটার দিকে ছাত্রলীগের নেতা কর্মীরা ডা. ইমরান এইচ সরকারের প্রতিকৃতি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। সেখানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নবেল শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ এনে বলেন, হাইকোর্টে গ্রীক দেবীর ভাস্কর্য অপসারণকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে হেয় করা হয়েছে। এর আগেও ইমরান এইচ সরকার বিভিন্ন সময় অনেক বিষয়ে আশালীন মন্তব্য করেছেন। এবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আশালীন উক্তি করায় ছাত্রলীগ কোনও অবস্থাতেই এটা মেনে নিতে পারেনা। সমাবেশ শেষে ডা. ইমরান এইচ সরকারের প্রতিকৃতি দাহ করা হয়।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ