শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেনি
ই-বার্তা
প্রকাশিত: ১লা জুন ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:০৭
অপরাধ
ই-বার্তা ।। বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফরেনসিক রিপোর্ট নিয়ে যান।
হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনায় যেসব আলামত থাকার কথা, তার কোনো কিছুই মেলেনি।
গত ৭ মে বনানী থানায় ধর্ষণের মামলায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়।
ফরেনসিক বিভাগের পাঁচ সদস্যের মধ্যে সোহেল মাহমুদ প্রধান হিসেবে ছিলেন। এ ছাড়া ছিলেন নিলুফার ইয়াসমিন, কবির সোহেল, মমতাজ আরা, কবিতা সাহা।