পানির দাবিতে ওয়াসার গাড়ী ভাংচুর


ই-বার্তা প্রকাশিত: ৫ই জুন ২০১৭, সোমবার  | দুপুর ১২:৩৫ রাজধানী

ই-বার্তা ।। পানির দাবিতে পাম্প ও ওয়াসার গাড়ি ভাংচুর করেছে মিরপুরের পশ্চিম মনিপুরের এলাকাবাসীরা।
সোমবার সকালে পশ্চিম মনিপুরে পানির দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী। প্রায় ৩ মাস ধরে ঠিকমত পানি না পাওয়ায় প্রথমে আহাম্মদনগর পানির পাম্প ও পরে ওয়াসার গাড়ি ভাংচুর করে তারা।

এ সময় ওয়াসার উপসহকারী পরিচালক আবু ইউসুফ কে অবরুদ্ধ করে বিক্ষুব্ধরা। ওয়াসা কর্মকর্তাদের অবৈধভাবে লাইন সংযোগ দেওয়ায় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

একইভাবে মিরপুর, আজিমপুর, লালবাগ, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী পানির অভাবে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।

এদিকে, রাজধানীর আজিমপুর, লালবাগ, হাজারিবাগসহ অনেক এলাকায় ঠিকমত পানি পাচ্ছেন না জনসাধারণ।এতে ভোগান্তি চরমে পৌঁছেছে এসব এলাকার বাসিন্দাদের।

তবে ব্যাপারে ওয়াসার একাধিক কর্মকর্তা দাবী করেন চাহিদার তুলনায় ওয়াসার পানি সরবরাহ পর্যাপ্ত রয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ