লাইসেন্সবিহীন এবং ফিটনেসবিহীন কোনো নৌ-যান দেশে নেই ঃ শাজাহান খান
ই-বার্তা
প্রকাশিত: ৬ই জুন ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:০২
রাজনীতি
ই-বার্তা ।। দেশের সব নৌ-যান ফিটনেস ও লাইসেন্স এর আওতায় আছে। বর্তমানে কোনো লাইসেন্সবিহীন এবং ফিটনেসবিহীন নৌযান নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
শাজাহান খান বলেন, লঞ্চ চলাচলের জন্য প্রথমত নৌপরিবহন অধিদফতর ফিটনেস প্রদান করে থাকে। ফিটনেস সনদের মেয়াদ থাকা সাপেক্ষে বিআইডব্লিউটিএ রুট পারমিট এবং টাইম টেবিল প্রদান করে। ফলে ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের কোন সুযোগ নেই।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনিবন্ধিত ছোট ছোট কিছু পণ্যবাহী, বালিবাহী, যাত্রীবাহী বোট চলাচল করে। প্রত্যন্ত এলাকায় পণ্য পরিবহণ ও যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে এসব নৌযানগুলোকে বন্ধ না করে সরকার ইতোমধ্যে আইনের আওতায় আনার কার্যক্রম গ্রহণ করেছে।
সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, বর্তমানে বর্ষা মৌসুমে ৬ হাজার কিলোমিটার ও শুষ্ক মৌসুমে ৪ হাজার ৫শ’ কিলোমিটার নৌপথ রয়েছে। এসব নৌপথে বর্তমানে ১০ হাজার ৭শ’ রেজিস্ট্রেশন করা নৌযান চলাচল করে।
আগের খবর রাস্তা অবরোধের সাজা ৭ বছরের কারাদণ্ড
পরবর্তী খবর আইসিইউতে আল্লামা শফী