সিপিডি রাবিশ ঃ অর্থমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুন ২০১৭, বুধবার  | বিকাল ০৩:০০ রাজনীতি

ই-বার্তা ।। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেছে। এই সমালোচনাকে ‘রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শেরে-বাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ফেমস সফটওয়্যার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

ব্যাংকে আবগারি শুল্ক আরোপের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ শুল্ক বহু বছর ধরে চলে আসছে। এটা নিয়ে বিতর্কের কিছু নেই। এবারের বাজেটে শুল্ক স্তরের কিছু পরিবর্তন করা হয়েছে, নতুন করে কিছু করা হয়নি। বিশ্বব্যাংকের ৬ দশমকি ৮ শতাংশের পূর্বাভাসও সঠিক নয় বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। চূড়ান্ত হিসাবে মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ ভাগ ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ