ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন অনুপম খের


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুন ২০১৭, বুধবার  | রাত ০৮:২১ বলিউড

ই-বার্তা।। অনুপম খের ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।যেমন কমেডি, তেমনই অ্যাংগ্রি। যেকোনো চরিত্রই ফুটিয়ে তুলতে তার মতো কারও জুড়ি মেলা ভার।

শোনা যাচ্ছে, এবার নাকি তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করবেন!

সঞ্জয় বড়ুয়ার বিতর্কিত বই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। ফিল্মটি প্রোডিউস করছেন সুনীল বোহরা এবং পরিচালনা করবেন রত্নাকর গুট্টে। এটাই হবে তার প্রথম পরিচালিত ফিল্ম। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অনুপম।

এ প্রসঙ্গে বলিউডের শক্তিমান এই অভিনেতা বলেন, অতীতের কোরো চরিত্রে অভিনয় করা সবসময়ই চ্যালেঞ্জিং। তুলনাটা সবসময়ই এসে যায়। কিন্তু আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়েছি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কীভাবে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলা যায় সেটা দেখার জন্য আমিও অপেক্ষা করছি।

চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এইচ মেহেতা। এর অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি। তবে সব কিছু ঠিক থাকলে সিনেমাটি রিলিজ হবে ২০১৮ সালের ডিসেম্বরে। এখন শুধু দেখার অপেক্ষা বিতর্কিত এই ফিল্মে মনমোহন সিংয়ের চরিত্রে কেমন অভিনয় করেন অনুপম।

সর্বশেষ সংবাদ

বলিউড এর আরও সংবাদ