বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদ কেন অবৈধ হবেনা ঃ মওদুদ


ই-বার্তা প্রকাশিত: ৮ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:০০ রাজনীতি

ই-বার্তা ।। গুলশানের উচ্ছেদ হওয়া বাড়ির দখল ফিরিয়ে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই আবেদনে বিনা নোটিশে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ২টায় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

বুধবার গুলাশান-২ এর বাড়ি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। কোনো নোটিশ না দিয়েই তাকে উচ্ছেদ করা হয়েছে, এটি উল্লেখ করে তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আবেদনে রাজউক ও সরকারকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত রোববার বাড়ির বরাদ্দ বাতিল করে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনায় (রিভিউ) ব্যারিস্টার মওদুদের করা আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ