বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি


ই-বার্তা প্রকাশিত: ১০ই জুন ২০১৭, শনিবার  | বিকাল ০৩:৩৮ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা।। বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এজন্য শনিবার দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিন উড়িষ্যা উপকূলের ওপর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ