বৃষ্টি যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে
ই-বার্তা
প্রকাশিত: ১২ই জুন ২০১৭, সোমবার
| বিকাল ০৪:০৫
রাজধানী
ই-বার্তা ।। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাতভর টানা বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় পানি জমে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে চলতে থাকা যানজট বিকালে আরো তীব্র হওয়ার আশঙ্কা করছে রাজধানীর ট্রাফিক পুলিশ।
সময় নিয়ে গন্তব্যে রওয়ানা দিলেও ঠিক সময় পৌঁছানো যাচ্ছে না বলে বলছেন ভুক্তভোগীরা।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে রূপান্তরিত হয়ে ইতোমধ্যে তা স্থলভাগে উঠে এসেছে। এর প্রভাবে রোববার রাত ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।
রাজধানীতে সকালের অফিসযাত্রার সময়ের যানজট বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে ব্যাপক আকার ধারণ করে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি আরোও দু’দিন থাকতে পারে।
আগের খবর রাজধানীতে জঙ্গী সন্দেহে আটক ৬
পরবর্তী খবর ধানমন্ডি থেকে প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেফতার