রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানার সন্ধান
ই-বার্তা
প্রকাশিত: ১২ই জুন ২০১৭, সোমবার
| বিকাল ০৪:৫৪
রাজশাহী
ই-বার্তা ।। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
উপজেলায় পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ওই বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় নেওয়া হয়েছে নারী ও শিশুসহ আরও নয়জনকে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, রোববার গভীর রাতে ওই গ্রামের রমজান আলীর বাড়িতে তাদের অভিযান শুরু হয়।
বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে এবং সেখানে শক্তিশালী বোমা রয়েছে বলে পুলিশের ধারণা।
পুলিশ কর্মকর্তা সুমিত সাংবাদিকদের বলেন, বগুড়া গোয়েন্দা পুলিশের কাছে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। বাড়ি ঘেরাও করার পর আত্মসমর্পণের আহ্বান জানালে তারা সাড়া দেন।
“এ সময় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় তিনজনকে। আর নারী ও শিশুসহ আরও নয়জনকে নেওয়া হয় থানা হেফাজতে। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে দুটি সুইসাইডাল ভেস্ট, পাঁচ রাউন্ড গুলিসহ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।”
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিনজন হলেন - রমজান আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২৬), ইসরাফিল হোসেন (২৪) ও জামাতা রবিউল ইসলাম (২৫)। তিনজনই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশ কর্মকর্তা সুমিত জানান।
রমজান আলী উপজেলার গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ কর্মকর্তা সুমিত বলেন, ওই বাড়িতে একটি শক্তিশালী বোমাসহ কিছু বিস্ফোরক দ্রব্য রয়েছে। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর সেগুলো উদ্ধার করা হবে।
আগের খবর বারান্দা থেকে গলা কাটা লাশ উদ্ধার
পরবর্তী খবর রাজশাহী থেকে জেএমবির ৪ সদস্য গ্রেফতার