অবশেষে হোয়াইট হাউজে মেলানিয়া ট্রাম্প


ই-বার্তা প্রকাশিত: ১৩ই জুন ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:৫২ আমেরিকা

ই-বার্তা ।। অবশেষে হোয়াইট হাউজে উঠলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তার ছেলে ব্যারন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে বসবাস করলেও মেলানিয়া গত পাঁচ মাস ধরে স্বামীর সঙ্গে না থেকে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারেই ছিলেন।

বলা হচ্ছে -তাদের ১১ বছরের ছেলে ব্যারনের স্কুলের সেশন শেষ করা পর্যন্ত অপেক্ষা করেছেন মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্পের ৭১তম জন্মদিন উদযাপনের তিন দিন আগে রোববার রাতে মেলানিয়া হোয়াইট হাউজে গেলেন। তার মুখপাত্র স্টেফেনি গ্রিশাম এ খবর নিশ্চিত করেছেন। এ নিয়ে ৪৫ বছর বয়সী মেলানিয়া এক টুইটার বার্তায় বলেছেন, “নতুন বাড়িতে আমরা নতুন স্মৃতি তৈরি করব।”

ট্রাম্প এর ছেলে ব্যারন এখন মেরিল্যান্ডের একটি বেসরকারি স্কুল ভর্তি হবে। এর আগে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে বসবাস করার সময় মেলানিয়া ও ব্যারনের নিরাপত্তার জন্য শহর কর্তৃপক্ষকে পুলিশ প্রোটেকশন বাবদ প্রতিদিন ১০ লাখ ডলার খরচ করতে হচ্ছিল।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ