রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই জুন ২০১৭, শনিবার
| দুপুর ০১:২০
চট্টগ্রাম
ই-বার্তা ।। পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে চার দিন পর গতকাল উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে -জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক। পাহাড় ধসের ঘটনায় এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৪ জনে। এদিকে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি আহত রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস টানা ৪ দিনের উদ্ধার অভিযান শেষে শুক্রবার সন্ধ্যায় অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন রাঙামাটির জেলা প্রশাসক। দুর্যোগ মন্ত্রণালয় , ফায়ার সার্ভিসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। তবে নিখোঁজদের কোনো তথ্য পাওয়া গেলে তাদের উদ্ধারের ব্যাপারে ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে প্রস্তত রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার সকালে শুরু হওয়া অভিযানে শেষ পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, আমরার এ পর্যন্ত ১১০ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। দু-একটি নিখোঁজের বিষয়ে এলোমেলো খবর থাকলেও এমন কিছু ঝুঁকিপূর্ণ জায়গা আছ যেখানে উদ্ধার অভিযান চালানো কঠিন। আমরা আমাদের ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করছি।
পাহাড় ধসের পর দুদিন রৌর্দ্যজ্বল আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার বিকেল থেকে রাঙামাটিতে পুনরায় প্রবল বর্ষণ শুরু হলে পাহাড় ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ্রয় কেন্দ্র ছেড়ে বসতবাড়িতে ফিরে যাওয়া সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে আবারো আশ্রয় কেন্দ্রে ফিরে আসে। বর্তমানে রাঙামাটি সদরে ১৭টি আশ্রয় কেন্দ্রে আড়াই হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়ে আছে।
এদিকে দুর্ভোগের কমতি নেই রাঙামাটি হাসপাতালেও। পঞ্চাশবেডের হাসপাতালে এখন পর্যন্ত আড়াইশোর বেশি রোগী রয়েছে। বেডে স্থান না পাওয়ায় অনেকে থাকছেন ফ্লোরের মধ্যে।
আগের খবর পাহাড়ধস প্রান নিলো ১৪৭ জনের