ঘরমুখী মানুষদের সহায়তার করতে ওবায়দুল কাদেরের নির্দেশ


ই-বার্তা প্রকাশিত: ২০শে জুন ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৫৩ রাজনীতি

ই-বার্তা ।। ঈদে ঘরেফেরা মানুষদের চলাচল নির্বিঘ্ন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, মানুষের নির্বিঘ্ন চলাচলে সহায়তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। তারা সড়কে থেকে যান চলাচল নির্বিঘ্ন করতে সহায়তা করবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেন, আজ থেকে ঢাকা-র্টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ বন্ধ থাকবে। ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত এই সড়কে আর কোনো কাজ হবে না।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাঙ্গামাটি ও বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ চলছে। কয়েকটি সড়ক হালকা যানবাহন চলাচেলের জন্য খুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং যানজট নিরসনে জনগণের পাশের দাঁড়নোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। তারা দুর্যোগ ও যানজট নিরসনে মানুষের পাশে থাকবে।

এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী টি এন নাহীন রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ