ঘরে ফেরা মানুষের দূর্ভোগ চরমে


ই-বার্তা প্রকাশিত: ২১শে জুন ২০১৭, বুধবার  | দুপুর ১২:৪৯ রাজধানী

ই-বার্তা ।। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি দুর্ঘটনায় ছয় ঘণ্টা ধরে ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের ঘটনা ঘটেছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় ট্রাক ওকভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই যানজটের সৃষ্টি হয় উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বাঐখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“কভার্ডভ্যান বিকল হয়ে গেলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাত ১০টার দিকে পুলিশ রেকার দিয়ে সেটা সরিয়ে নিলেও যানজট থেকে যায়।”

টাঙ্গাইলের রসুলপুর থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত অন্তত ২০ কিলোমিটারে এই যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক এসএম শহিদুর রহমান।

তিনি বলেন, রাত প্রায় দেড়টা পর্যন্ত দীর্ঘ সারি দেখা গেলেও এরপর ধীরগতিতে চলতে শুরু করে। রাত ৪টা নাগাদ সম্পূর্ণ স্বাভাবিক হয়।
সকালে মহাসড়কে অন্য কোনো সমস্যা না থাকলেও চার লেইনের কাজ চলার কারণে সড়কজুড়ে বড় বড় গর্ত থাকায় যানগুলোকে ধীরগতিতেই চলতে হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ