খুন করা হয়েছে এএসপি মিজানুর রহমানকে


ই-বার্তা প্রকাশিত: ২২শে জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:০৯ অপরাধ

ই-বার্তা ।। হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, ‘আমরা লাশের ভিসেরা সংরক্ষণ করেছি। নিহত মিজানের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।’

মিজানুর রহমানের ছোটভাই মাসুম তালুকদার জানান, ময়না তদন্ত শেষে তারা লাশ গ্রহণ করেছেন।

রাজারবাগ পুলিশ লাইন ও আশকোনায় দুটি জানাজার পর টাঙ্গাইলের ঘাটাইলের ভুয়াপুরে নিজ গ্রামে এএসপি মিজানের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত বুধবার রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধ এলাকার বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন।

পরে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

পরে বুধবার রাতে মিজানুর রহমানের ছোট ভাই মাসুম তালুমকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার রূপনগর থানার ওসি মো. শহীদ আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, এএসপি মিজানুর রহমান হত্যার শিকার হয়েছেন। অপরাধীদের দ্রুতই গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ