কচ্ছপের বেগে চলছে গাড়ী


ই-বার্তা প্রকাশিত: ২২শে জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৫৫ অন্যান্য

ই-বার্তা ।। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আর এতে বাড়তি যানবাহনের চাপে মহাসড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

ঈদুল ফিতরে এবার সরকারি ছুটি রবি থেকে মঙ্গলবার। তার আগে শুক্র ও শনিবার থাকায় বৃহস্পতিবার শেষ অফিস করে অনেকেই পরিবার নিয়ে বাড়ির পথ ধরবেন। আর এজন্যই যানজট আরোও বাড়বে বলে আশংকা করছে সবাই।

সকাল থেকে মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে গাজিপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। থেমে থেমে চলছে যানবাহন।

সকাল থেকে মহাসড়কের চন্দ্রা ও কালিয়াকৈরে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে দূরপাল্লার সব যানবাহন। খুবই ধীরগতিতে ঘুরছে গাড়ির চাকা।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায়ও যানবাহনের লম্বা সারি দেখা গেছে।

পুলিশ ও হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেশি। এখন পর্যন্ত যানজট নেই। কালিয়াকৈরে গাড়ি নষ্ট হয়ে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সেটি সরিয়ে নেওয়ার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বাড়তি চাপ থাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

ছবি ঃ সংগৃহীত

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ