ইউটিউবে মুক্তি পেলো আবির ইসরাকের শর্টফিল্ম "লেট আস নো ইসলাম"


ই-বার্তা প্রকাশিত: ২৩শে জুন ২০১৭, শুক্রবার  | সন্ধ্যা ০৭:২২ ছোট পর্দা

ই-বার্তা ।। বর্তমান বিশ্বে মুসলিমদের কে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে প্রতিনিয়ত। ধর্মপ্রাণ মুসলিমের হাতে সামান্য একটি ব্যাগ থাকলেও তা সন্দেহের চোখে দেখা হয়, ভয় পায় কটুক্তি করা হয় মুসলমানদের। এরকম বিষয়কে সামনে রেখে তৈরী হয়েছে শর্টফিল্ম "let us know Islam"। শর্টফিল্ম টি তৈরী করেছে আবির ইসরাক।

ইতিমধ্যে বিভিন্ন কন্টেন্ট তৈরী করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন খুদে এই ইউটিউবার। এটি তার তৈরী প্রথম শর্টফিল্ম। এটি সম্পর্কে আবির ইসরাক বলেন, "মুসলিম মানেই যে জঙ্গি নয় সেই ম্যাসেজটা পরোক্ষভাবে দেয়ার চেষ্টা করেছি।

প্রথম তৈরী তবুও আশা করি ভালো লাগবে"। ফিল্মটিতে অভিনয় করেছেন, রাদ অর্ণব রেজা, জামিল হোসেন, রাহাত খান, আবির কলিন প্রমুখ। ইউটিউব চ্যানেল Frank Zone Ent. এ শর্টফিল্ম "let us know Islam" মুক্তি পাবে ২৩ জুন ২০১৭ তে।

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ