উচ্ছেদের পরে ভাঙা হচ্ছে মওদুদের বাড়ী
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে জুন ২০১৭, রবিবার
| দুপুর ১২:৫০
রাজনীতি
ই-বার্তা ।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িতে ফের অভিযানে গেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। উচ্ছেদের পর এখন বাড়িটি ভাঙা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উচ্ছেদের ১৭ দিন পর রোববার সকাল ৯টায় রাজউকের একটি দল গুলশান ২ এর ১৫৯ নম্বর বাড়িটি ভাঙতে সেখানে যায়।
গুলশান থানার ডিউটি অফিসার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ জুন গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাসাটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই রাজউক তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট রিট আবেদন করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
রিটের আংশিক শুনানি শেষে আগামী ২ জুলাই পর্যন্ত রিটের শুনানি মুলতবি করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।