শেষ হল দাউদকান্দি প্রবাসীর প্রয়াসে ঈদের পোশাক বিতরণ
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে জুন ২০১৭, শুক্রবার
| রাত ১২:০৩
বিশ্ববিদ্যালয়
ই-বার্তা ।। জীবনের প্রয়োজনে ছেড়েছি দেশ, অন্তরে তুমি আমার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে অসহায় মানুষদের ঈদের নতুন পোশাক বিতরণ করেছে প্রবাসীদের সহযোগিতায় গড়ে উঠা সংগঠন প্রবাসীর প্রয়াস।
শনিবার এ সংগঠনের পক্ষ থেকে কুমিল্লার দাউদকান্দী উপজেলার জিংলাতুলীর ইউনিয়নে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। সৌদি প্রবাসী মোহাম্মদ আলীমের মাধ্যমে দেশের বাহিরের থাকা প্রবাসীরা এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
প্রতিবছর দেশের বিভিন্ন জায়গায় এ সংগঠনটি অসহায় মানুষের পাশে দাড়ায় তারই ধারাবাহিকতায় এবার হাবিবুর রহমানের
মাধ্যমে দাউদকান্দী উপজেলার এ কর্মসূচীর আয়োজন করা হয় ।
এ কর্মসূচীতে জিংলাতুলি ইউনিয়নের চারটি গ্রাম, চর-চারিপাড়া, চর-রায়পুর, গলিয়ার চর, চান্দের চর গ্রাম সহ আশপাশ এলাকার অসহায় মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮নং জিংলাতুলি ইউনিয়নের ১,২,৩ নং ওয়াডের মহিলা মেম্বার মাকসুদা আক্তার, মিলন মেম্বার, আব্দুল বারেক কারী, জাহিদ সজিব, সিয়াম মাহমুদ, ফাহিম, শাহজান, শাহিন, রিফাত এবং প্রবাসীর প্রয়াসের সহযোগী কবি মাইনুল রাসেল,মোনালিসা জাহান,জামশেদ, রাসেল, হাবিবুর রাহমান ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন।
আগের খবর চিকুনগুনিয়া প্রতিরোধে ইউল্যাব
পরবর্তী খবর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ