আদালতে ফরহাদ মজহার


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা জুলাই ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:৫৫ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। অপহরণের ১৯ ঘণ্টা পর যশোর থেকে উদ্ধার করা প্রাবন্ধিক ফরহাদ মজহারকে আদালতে তোলা হচ্ছে। রাজধানীর নিজের বাসার নিচ থেকে কথিত অপহৃত হওয়ার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে তাঁকে আদালতে নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া মঙ্গলবার ঢাকায় নিয়ে আসার পর আদাবর থানা হয়ে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয় ফরহাদ মজহারকে। সেখানে জিজ্ঞাসাবদ করা হয় তাঁকে।
সোমবার ভোরে শ্যামলীর নিজ বাসা থেকে ডেকে নিয়ে ফরহাদ মজহারকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করেছেন ফরহাদের স্বজনরা। দিনভর অভিযানে ও মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করতে থাকে পুলিশ। অবশেষে খুলনা থেকে ঢাকায় আসার পথে যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদকে।
কিন্তু ফরহাদকে উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি সাজানো। ফরহাদ স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন বলেও জানিয়েছেন খুলনা পুলিশের ডিআইজি দিদার আহমেদ।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ