এত অত্যাচার, এতে অবিচারের পরেও জাতীয় পার্টি বেঁচে আছে- এরশাদ
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৪৫
রাজনীতি
ই-বার্তা প্রতিবেদক।। অনেক বাধা বিপত্তি থাকার পরেও দলের কোন ক্ষতি হয়নি, দল আগের মতই বেঁচে আছে বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহনগর উত্তর জাতীয় পার্টির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, “এত অত্যাচার, এতে অবিচারের পরেও জাতীয় পার্টি বেঁচে আছে। এটা আল্লাহর মেহেরবানী। নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা জাতীয় পার্টির। মুছে যাওয়ার কথা আমাদের। কিন্তু মুছে যায় নাই। আমরা রাজনীতি করি নাই, আল্লাহপাক আমাদের হয়ে রাজনীতি করেছেন। ছয় বছর ছিলাম জেলে, পার্টির কোন ক্ষতি হয় নাই”।
তিনি আরোও বলেন, “আমাদের অনেক কর্মী জেলে গেছে, অনেক কর্মী মারা গেছে, আমাদের পার্টি অফিস ভেঙে দেয়া হয়েছে। কিন্তু আমরা এখনো বেঁচে আছি তো। এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের জন্য রাজনীতি করেছ”। একমাত্র তাঁরাই পারবে দেশের পরিবর্তন আনতে এবং দেশকে মুক্ত করতে এমনটি দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।