গাজীপুরে অটোচালককে হত্যার দায়ে তিন আসামীর ফাঁসি
ই-বার্তা
প্রকাশিত: ৫ই জুলাই ২০১৭, বুধবার
| দুপুর ০২:২৬
অপরাধ
ই-বার্তা প্রতিবেদক।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক অটোচালককে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ ও সেইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার সকালে এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়াকৈর উপজেলার দেলোয়ার হোসেন, তার ভাই আলমগীর হোসেন এবং মৌচাক গ্রামের মেহেদী হাসান ওরফে বাবু। রায় ঘোষণার সময় আলমগীর ও মেহেদী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া অপর আসামি দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
হায়দার আলী নামে নিহত ওই অটোচালক লালমনিরহাট জেলার বাসিন্দা। জানা গেছে, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকালে কালিয়াকৈর থেকে অপহরণ করা হয় হায়দার আলীকে। তিনি কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া গ্রামের স্থানীয় বাবুলের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। পরদিন পাশের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। মামলাটিতে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
পরবর্তী খবর নিজেকে নির্দোষ দাবী করলেন বাবর