রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ ২ শিশুসহ একই পরিবারের ৭ জন
ই-বার্তা
প্রকাশিত: ৫ই জুলাই ২০১৭, বুধবার
| বিকাল ০৩:৫২
রাজধানী
ই-বার্তা ।। রাজধানীর গেণ্ডারিয়ায় বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী ধারণা করছে, গ্যাস লাইনে লিকেজের কারণে এ বিস্ফোরণ হয়। তবে তিতাস কর্তৃপক্ষ দাবি করছে, তাদের লাইনে কোনো ত্রুটি ছিল না।
ভোর ৪ টা, গেণ্ডারিয়ার ঢালকানগরে দুই রুমের একটি বাসা ঘুমচ্ছিলেন শরীফ এবং আকবরের পরিবার। হঠাৎই, ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় টিনশেড ঘরের ছাদ, ধসে পড়ে দেয়াল। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করেন দগ্ধ ৭ জনকে।
দুই রুমের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তারা । প্রত্যক্ষদর্শী ও দগ্ধরা জানান, গ্যাসের রাইজার থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। যদিও, গ্যাসের লাইনে কোন সমস্যা ছিলনা বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আগুনের ভয়াবহতায় দগ্ধ হন পরিবারের ৮ সদস্যের মধ্যে ৭ জনই। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন স্থানীয়রা।