বিশ্ব স্বাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক শুভেচ্ছাদূত হলেন প্রধানমন্ত্রীকন্য সায়মা ওয়াজেদ


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুলাই ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:১৯ অন্যান্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থা- WHO-এর অটিজম বিষয়ক শুভেচ্ছাদূত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন। সংস্থাটির সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার নয়া দিল্লিতে এ ঘোষণা দেন WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং। অটিজম শনাক্তকরণে পদক্ষেপ নেয়ার পাশাপাশি আক্রান্তদের দুর্ভোগ কমাতে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সায়মা ওয়াজেদ।

২০১৭ সালের এপ্রিলে ভুটানে একটি আন্তর্জাতিক কনফারেন্সে অটিজমসহ অন্যান্য স্নায়ু সংক্রান্ত জটিলতার ওপর থিম্পু ঘোষণা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সায়মা ওয়াজেদ হোসেন।

এর আগে অটিজম বিষয়ে কাজ করার জন্য ২০১৬ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ