রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেবে মায়ানমার
ই-বার্তা
প্রকাশিত: ৯ই জুলাই ২০১৭, রবিবার
| সন্ধ্যা ০৬:৪৭
রাজনীতি
ই-বার্তা ।। রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার শিগগিরই কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।
রোববার দুপুরে সচিবালয়ে সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মিয়ানমারের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। রোহিঙ্গাদের প্রতি যে মানবিকতা বাংলাদেশ দেখিয়েছে তার জন্যও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তারা।
পরবর্তী খবর যশোর জেলা ছাত্রলীগের সম্মলেন আগামীকাল