সিরিসেনার ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক আজ
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই জুলাই ২০১৭, শুক্রবার
| সকাল ১১:০৭
রাজনীতি
ই-বার্তা ।। শ্রীলঙ্কার সফররত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে । প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও দুদেশের মধ্যে ১০টিরও বেশী চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে আজ। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই এবং বিআইডিএর আয়োজনে বাংলাদেশ-শ্রীলংকা যৌথ ব্যবসায়িক সংলাপে যোগ দেবেন শ্রীলংকার প্রেসিডেন্ট।
বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেখানে তার সম্মানে দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
এছাড়া আজ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার ঢাকা ছাড়ার আগে এক বাণিজ্য সংলাপে অংশ নেবেন সিরিসেনা।