পেরেরার ফিফটিতে সহজ জয় শ্রীলঙ্কার


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | রাত ১০:১৭ ক্রিকেট

ই-বার্তা ডেস্ক : পেরেরার ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। এর ফলে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা। টাইগার বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি এম্যাচে। দলের পক্ষে সর্বোচ্চ ২উইকেট নিয়েছেন মাশরাফি।
পেরেরার ৭৭, থারাঙ্গার ২৪,গুণারত্নের ১৭,প্রসন্নার ২২ রানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর টাইগারদের পথ দেখান সৌম্য এবং সাব্বির। ব্যক্তিগত ২৯ করে সৌম্য যখন সাজঘরে ফেরেন তখন শুরুর ধাক্কাটা বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন মাশরাফিরা।সাব্বির ১৬ এবং মুশফিক ৮ রানে ফেরায় কিছুটা চাপে ভুগলেও মোসাদ্দেকের ৩৪ এবং মাহমুদুল্লাহর ৩১ রানের উপর ভর করে ভালো পুঁজি পায় বাংলাদেশ। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৫। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মালিঙ্গা। সঞ্জয়,গুণারত্নে এবং প্রসন্না ১টি করে উইকেট নেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ