এক নজরে ১৬ জুলাইয়ের খেলার জগৎ
ই-বার্তা
প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৭, রবিবার
| দুপুর ০১:২০
অন্যান্য
ই-বার্তা।। হাতে সময় নেই, কিন্তু খেরার জগৎতে কি হচ্ছে জানার রয়েছে আগ্রহ। তাদের জন্য এ আয়োজন। এখানে সংক্ষিপ্ত আকারে রয়েছে খেরাধুলার সব খবর।
শনিবার
ক্রিকেট:
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট, দ্বিতীয় দিন শেষে
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৫৬। ৯৪.৪ ওভারে।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৯৩/৭। ৮৩ ওভার।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২য় টেস্ট, দ্বিতীয় দিন শেষে
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা :১ম ইনিংস ৩৩৫ ও ২য় ইনিংসে ১৫ ওভারে
ইংল্যান্ড : ১ম ইনিংস ৫১.৫ ওভারে ২০৫
টেনিস
উইম্বলডন :
মেয়েদের ফাইনাল
ভেনাস উইলিয়ামসকে ৭-৫, ৬-০ সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের ২৩ বছর বয়সী গারবিনে মুগুরুজা।
রবিবারের খেলা
ক্রিকেট:
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট, তৃতীয় দিন
খেলাটি শুরু বাংলাদেশ সময় সকাল ১০:৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে টেন ৩।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট, তৃতীয় দিন
খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২।
টেনিস
উইম্বলডন :
পুরুষদের খেলা, ফাইনাল, সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং সিলেক্ট এইচডি ১।
আগের খবর এক নজরে খেলাধুলা
পরবর্তী খবর এক নজরে ১৮ জুলাইয়ের খেলার সব খবর