খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন দুদকের
ই-বার্তা
প্রকাশিত: ২০শে জুলাই ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ০৮:১৯
রাজনীতি
ই-বার্তা ।। আদালতের অনুমতি না নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশে ফিরিয়ে এনে বিচারকাজ পরিচালনার আবেদন করেছেন দুদকের আইনজীবীরা।
বিষয়টি আমলে নিলেও এখনো কোনো আদেশ দেননি আদালত। তবে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বিদেশ গমনে কোনো নিষেধাজ্ঞা না থাকায় নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।
চিকিৎসার জন্য গত ১৫ই জুলাই লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বিদেশে অবস্থান করলেও তার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার কার্যক্রম রয়েছে সচল। বেগম জিয়ার অনুপস্থিতিতেই বৃহস্পতিবার সকালে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার এ দিনের কার্যক্রম। এ মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনে অবশিষ্ট বক্তব্য গ্রহণের দিন ধার্য থাকলেও তিনি উপস্থিত না থাকায় শুরুতেই কার্যক্রম পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দুদকের আইনজীবীরা। আদালতের অনুমতি না নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় বেগম জিয়ার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেন তারা। এ নিয়ে শুনানি হলেও কোনো আদেশ দেন নি আদালত।
তবে চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশ গমনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তাঁর আইনজীবীরা। বিষয়টি আদালতকে অবহিত করে সময় আবেদনও করেন তারা। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকর্মকর্তাকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। জেরা শেষে আগামী ২৪শে জুলাই পর্যন্ত মামলা দুটির কার্যক্রম মুলতবি ঘোষণা করেন বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান
পরবর্তী খবর নির্বাচন কমিশনের সচিব পরিবর্তন