ইসলামের নামে জঙ্গিবাদ কার্যকর করতে দেবো না ঃ প্রধানমন্ত্রী
ই-বার্তা
প্রকাশিত: ২২শে জুলাই ২০১৭, শনিবার
| দুপুর ০১:১১
রাজনীতি
ই-বার্তা ।। মানুষের ধর্মের নামে সন্ত্রাসবাদের জন্য নিরীহ মুসলমানদের বিপদে পড়তে হয়। দেশে ইসলামের নামে এ ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিছুই কার্যকর করতে দেবো না।
শনিবার রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের উদ্বোধনের আগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। বর্তমান সরকারের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় ও জেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষকে মারার অধিকার কারও নেই। বিচার করবেন আল্লাহ। তার ওপর কেন আশ্বাস রাখতে পারেন না। আর আত্মঘাতী হলে কেউ বেহেস্তে চলে যাবে এমন কথা কোথাও বলা নেই। এই বিভ্রান্তিটা সৃষ্টি করা হচ্ছে। আমরা চাই না আমাদের দেশ এ ধরনের বিভ্রান্তির দিকে যাক।
উপস্থিত হজ যাত্রীদের উদ্দেশে তিনি দোয়া চেয়ে বলেন, আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন। আপনারা দোয়া করবেন আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম; আমাদের দেশে অন্তত সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে সহঅবস্থান করতে পারে।
শেখ হাসিনা বলেন, গত আট বছরে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্নে হয়েছে। নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।